লেখকঃমুফতী,মুফিদ।
কষ্টের নিরে আশার কাব্য।
ভালোবাসা একটা বন্ধন। একটা গভীর সম্পর্ক। আত্মার টান। দুজনের কিছু চাওয়া-পাওয়া। , : অলিখিত কিছু অধ্যায় ! কিছু লিখিত কষ্টের কাব্য। কিছু রোমান্টিকতা ! . মাঝে মাঝে রাগ কিংবা অভিমান।মাঝে মধ্যে হাতে হাত রেখে একসাথে পথ চলা, খুনসুটি নিয়ে ব্যস্ত থাকা। সুর্যাস্ত উপভোগ করা। , কাড়াকাড়ি করে ফুচকা কিংবা অাইসক্রিম খাওয়া। : দুর-দুরান্তরে রিকশা ভ্রমণ। রিকশা ভ্রমনের সময় হাতে হাত রেখে চুমু খাওয়া। এইতো ভালোবাসা ! বেঁচে থাকুক সকল পবিত্র মনের পবিত্র ভালোবাসাগুলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন