মঙ্গলবার, ২ মে, ২০১৭
মুফিদ। ভালোবাসার কাব্য। নাচো নাচো আরো নাচো-কার ইশারায় নাচছো শুনি সিংহ নাচে গাধা নাচে-আরো নাচে টুনটুনি। মনের মাঝে এত রঙ যে-নাচতে থাকো দিবারাতি তোমার নাচের মহড়াতে-নাচে দেখি ঘোড়া হাতি। সুখের চোটে মরো তুমি-আমায় ছেড়ে একলা হাসো হাসি ঠাট্টায় আড্ডা গল্পে-সুখের জলে একলা ভাসো? বুঝি নাতো মতিগতি-ডাকলে কাছে ভাগো দূরে কি-রে বাপু থাকো তুমি-কিসের এত সুখের ঘোরে। ভালবাসার চাদর বিছাই-বসতে তুমি আসো নাকো আমার জন্য পেতে রাখো-দুরত্বের এক অচীন সাঁকো। সাঁকোখানি এত লম্বা-পা ফেললে যে নড়ে চড়ে কেমনে শুনি আসবো কাছে-মনের ভীত'টা খুব নড়বড়ে। আমার আগে হেঁটে যাও গো-ডাকি তোমায় নামটি ধরে পিছু ফিরে তাকাও নাতো-পালাও নাকি আমার ডরে? সদা দেখি হাসি মুখে-গাইছো ঘুরছো আপন মনে মনের মাঝে ঝড় তুলে যাও-ভালবাসার শিহরণে। আমার দিকে দাও না নজর- পিছন তোমার এই যে দেখো হোঁচট খাবো দেখতে তোমায়-এবার একটু নজর রেখো। আমায় দেখে নাচবে তুমি-সুখের চোটে ডিংকা চিকা এমন সুখের দৃশ্য দেখে-হবে হাজার কাব্য লিখা। কাছে এসে ধরবে কি হাত-বলবে চলো পাশাপাশি গল্প আড্ডায় প্রেমের কথায়-আনন্দেতে ভাসাভাসি। না করলে না এমনতরো-নিলে শুধু মুখ ফিরিয়ে এমন তুমি দেখলে আমার-পরাণ কাঁপে থিরথিরিয়ে। রাগের জ্বালায় বাঁচি নাকো-তবু কেনো পিছু ছুটি একবার তোমায় দেখলে কেনো-মন খায় সুখে লুটোপুটি। বুঝি নারে মনের ব্যাপার-মনের মাঝে কি যে খেলা মনের কথা ভাবতে গিয়ে-যায় বয়ে যায় হাজার বেলা। যাক গে বাপু শুনে রাখো-আমায় তুমি নাইবা বাসলে আমায় দেখে সুখের তরে-নাইবা তুমি মুগ্ধ হাসলে। ভালবাসা বুঝি এমন- না বাসলেও বাসি ভালো আমায় দেখে যদিও বা-মুখ'টা তোমার আঁধার কালো। কভু যদি বলো হেসে-ও পাগলী তুই প্রেমের চাষী আকাশ বাতাস কাঁপিয়ে গো-বলবো আমি ভালবাসি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন