শনিবার, ৯ মে, ২০১৫
রচনা। প্রসংগ :- সুয্য । জানেন, সুয্যটা জমিন থেকে মাত্র ৯ কোটি ৩০ লক্ষ মাইল উপরে। আর এটা আমাদের প্রিথিবি থেকে ১৩ লক্ষ গুন বড়। মানে সুয্যটা ১৩ লক্ষ প্রিথিবির সমান। জি ভাই, এত বড় সুয্যটা অবিরাম ভাবে চলছে প্রতি সেকেন্ট এ ১২ মাইল গতিতে। আর প্রতি মিনিটে চলছে ৭২০ মাইল। প্রতি ঘন্টায় এর গতি ৪৩.২০০ মাইল। আমরা উদয় হতে অস্ত পযন্ত যে টুকু দেখি এর পরিধি হল ৫ লাক ১৮ হাজার ৪ শত মাইল। সুয্যের এ গতি বাড়বে না, কমবে না, অথবা পরিবত্তন হবেনা কোন দিন, কেয়ামত পযন্ত। শ্রেস্ট মহাবিশ্ব বিজ্ঞানি হাবাল এর হিসাবে সুয্যের উপর থেকে যে গতে আগুন জলছে, এ গত টার গভীরতা মাত্র ২ লক্ষ ৮৬ হাজার মাইল। আর ওই গতে জলন্ত আগুনের ফুলকা উপরদিকে প্রজ্জলিত হয় আরো ২ লক্ষ ৮৬ হাজার মাইল পযন্ত । সুয্যের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় লাগবে মাত্র ১৩ লক্ষ আলোক বছ্রর। জি ভাই, এ এক্টা সুয্য ই নিয়ন্ত্রন করছে পুরা দুনিয়ার তাপ মাত্রা। যার এক্টা হুকুমে স্রিস্টি থেকে কেয়ামত পযন্ত এত বড় যুয্যটা শুন্যে ভাসমান অবস্থায় থেকে ১৮ হাজার মাখলুকাতের সেবা দিয়ে যাচ্ছে এবং দিতে থাকবে, তিনিই হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমাকে জানার জন্য, চেনার জন্য, আমার স্রিস্টি সমুহের প্রতি তাকাও, জ্ঞানবানদের জন্য এটাই যথেস্ট। বিশাল এই সুয্যটাকে দেখে দেখে মহান আল্লাহ তালার সুমহান পরিচয় লাভ করার তাওফিক দিন আল্লাহ সমস্ত মমেন কে। সাথে সাথে আমাকেও। আমিন। কাস্তুল ইয়ানাতুল মুসলিমীন সংগঠন , MD Idris Hasan and 12 others like this. Md Mas আমিন Like · Report · Alam Alam Amin
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন